Current Date:Oct 14, 2024

নিজের দেশের নামও জানেন না প্রেসিডেন্ট ট্রাম্প!

আন্তর্জাতিক ডেস্ক : দেশের নামের বানান ভুল লিখে বিতর্কের মুখে পড়েছেন ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। মার্কিন প্রেসিডেন্টের একটি মন্তব্য উদ্ধৃত করে পোস্ট করা হয় হোয়াইট হাউজের অফিসিয়াল টুইটার পেজে। পোস্টে ইউনাইটেড স্টেটস- শব্দটির বানানে একটি ‘টি’ মিসিং হয়। যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয় ট্রোলড। খবর জি নিউজের।

খবরে বলা হয়, সেই টুইটে ছিল সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা এবং জর্জ বুশ সরকারের উন্নয়ন কটাক্ষ করে একটি পরিসংখ্যান দেওয়া হয়। বলা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতি যে গতিতে এগিয়ে যাচ্ছে একটা সময় অর্থনীতির সমৃদ্ধি দ্বিগুণ হবে। এমনকি জর্জ বুশ এবং বারাক ওবামার সরকারের থেকেও আরও মজবুত অর্থনীতি হবে বলে দাবি ডোনাল্ড ট্রাম্পের। কিন্তু এই মন্তব্য হোয়াইট হাউজ পোস্ট করার পরই সমালোচনার থেকে বেশি পরিহাসে পরিণত হয় পোস্টটি।

তবে, টুইট করে মার্কিন প্রেসিডেন্টের ট্রোলড হওয়া নতুনত্ব নয়। কোনো না কোনো টুইটে হাসির খোরাক তৈরি করে ফেলেন ট্রাম্প।

 

Share