নিউজ ডেস্ক : নেপালের কাঠমান্ডুতে বিধ্বস্ত ইউএস-বাংলার উড়োজাহাজে আহত যাত্রী শেখ রাশেদ রুবায়াতকে আজ শনিবার দেশে আনা হয়েছে। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে।
চিকিৎসকরা জানান, নেপালে ইউএস-বাংলা বিমান দুর্ঘটনায় আহত যাত্রী রাশেদ রুবায়াতকে দেশে আনার পর ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে ৬ষ্ঠ তলার ভিআইপি কেবিনে রাখা হয়েছে।
বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন জানান, আহত রুবায়াত বুকের পাজরে প্রচ- আঘাত পেয়েছেন এবং তার ডান পায়ের পুরো অংশই ভেঙ্গে গেছে।
ডা. সামন্ত লাল সেন বলেন, দুর্ঘটনায় আহত অন্যদের চেয়ে রাশেদ রুবায়াতের অবস্থা অনেকটা ভালো।
তিনি বলেন, বিমান দুর্ঘটনায় আহত ৫ জনকে ঢাকায় এনে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে।
গত ১২ মার্চ কাঠমান্ডু বিমানবন্দরে ইউএস বাংলা এয়ারলাইন্সের উড়োজাহাজ দুর্ঘটনায় ৫১ জন যাত্রীর মৃত্যু হয়। এরমধ্যে ২৬ জন বাংলাদেশী রয়েছে।
বার্ন ইউনিটে চিকিৎসাধীন অন্যরা হলেন- শাহরিন আহমেদ, মেহেদী হাসান অমিয়, মেহেদীর স্ত্রী সাঈদা কামরুন্নাহার স্বর্ণা ও মেহেদীর ফুফাত ভাই ফারুক হোসেন প্রিয়কের স্ত্রী আলমুন নাহার অ্যানি।