Current Date:Oct 9, 2024

পদত্যাগের ইঙ্গিত জার্মান কোচের

স্পোর্টস ডেস্ক: দক্ষিণ কোরিয়ার কাছে ২-০ গোলে হেরে গ্রুপপর্ব থেকেই বিদায় নিয়েছে জার্মানি। বিশ্বচ্যাম্পিয়ান দলের এমন পারফর্মেন্সে হতাশায় ভুগছে দলটির খেলোয়াড়সহ পুরো বিশ্ব। এদিকে নিজের দলের এমন করুণ পরিণতি মেনে নিতে পারছেন না কোচ জোয়াকিম লো।

গতকাল খেলা শেষে পদত্যাগের ইঙ্গিত দিয়েছেন জোয়াকিম লো। দায়িত্বে থাকার চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন আজ।

শ্নে বিশ্বকাপজয়ী কোচ বলেন, ‘আমি বিদায় নেব কি না, এখনই এর উত্তর দিতে পারছি না। এ মুহূর্তে হতাশায় ভুগছি। আগে তা কাটিয়ে উঠতে একটু সময় দেন। বৃহস্পতিবারই চূড়ান্ত সিদ্ধান্ত সম্পর্কে জানতে পারবেন। এখন কোনো কিছু ভাবতে পারছি না।’

বিশ্বকাপ শুরুর কয়েকদিন আগেই ২০২২ সাল পর্যন্ত দলটির কোচ থাকবেন বলে চুক্তিতে সই করেন লো। তবে বিশ্বকাপে এমন লজ্জাজনক ব্যর্থতার পর নতুন করে নিজের দায়িত্ব নিয়ে ভাবতে হচ্ছে তাকে।

২০০৬ সালে জার্মানির কোচ হন জোয়াকিম লো। ২০১৪ সালে তার অধীনে বিশ্বকাপ পান জার্মানরা।

Share