১১ নভেম্বর পল্লী সঞ্চয় ব্যাংকের কুমিল্লা ও লক্ষীপুর জেলা আঞ্চলিক কার্যালয়ের আওতাধীন বিশটি শাখার ব্যবস্থাপকদের অংশগ্রহণে ‘শাখা ব্যবস্থাপক সম্মেলন-২০২১’ অনুষ্ঠিত হয় কুমিল্লা পল্লী উন্নয়ন একাডেমী (বার্ড) এর মিলনায়তনে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক খন্দকার আতাউর রহমান। মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগে প্রতিষ্ঠিত এ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সকল শাখা ব্যবস্থাপকদের মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গঠনে নিরলসভাবে কাজ করার আহ্বান জানান। ইউনিয়ন পর্যায়ে ব্যাংকের উদ্যোগে গঠিত সমবায় সমিতির সদস্যদের ব্যাংক থেকে ঋণ গ্ৰহন করে আত্ম কর্মসংস্থান সৃষ্টি এবং ভবিষ্য সমৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র সঞ্চয়ে উদ্বুদ্ধ করার জন্যও তিনি ব্যাংকের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সততার সাথে কাজ করার নির্দেশনা প্রদান করেন।
সম্মেলনে অন্যান্যের মধ্যে কুমিল্লা লালমাই ময়নামতি প্রকল্পের প্রকল্প পরিচালক ও বার্ডের যুগ্ম পরিচালক ড. মোঃ আনোয়ার হোসেন ভূঁইয়া, ব্যাংকের বিশটি শাখার ব্যবস্থাপক, জেলা আঞ্চলিক কার্যালয়ের সমন্বয়কারী ও প্রধান কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
Lead Newsঅর্থনীতি
পল্লী সঞ্চয় ব্যাংকের কুমিল্লা ও লক্ষীপুর জেলা আঞ্চলিক কার্যালয়ের শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত
পিপল নিউস 24Nov 12, 2021102
Share