Current Date:Oct 3, 2024

পশ্চিমতীরে আরো আড়াই হাজার বাড়ি বানাবে ইসরাইল

আন্তর্জাতিক ডেস্ক : ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রী আভিগোর লিবারম্যান বৃহস্পতিবার বলেন, তিনি পশ্চিমতীরে ৩০টি বসতিতে নতুন করে দুই হাজার পাঁচ শ’ বাড়ি নির্মাণের অনুমোদনের জন্যে প্ল্যানিং কমিটিকে অনুরোধ করবেন।

তিনি বলেন, ‘আগামী সপ্তাহে প্ল্যানিং কমিটিতে আমরা নতুন আড়াই হাজার ইউনিট নির্মাণের অনুমোদন দিতে যাচ্ছি। ২০১৮ সালের মধ্যেই বাড়িগুলো নির্মিত হবে।’

এরপর তিনি আরো এক হাজার চার শ’ বাড়ি নির্মাণের অনুমতি চাইবেন বলে জানান। খবর বার্তা সংস্থা এএফপি’র।

লিবারম্যান বলেন, ‘আমরা জুদায়েয়া ও সামারিয়ায় বাড়ি নির্মাণে বদ্ধপরিকর। আমরা আমাদের প্রতিশ্রুতি রাখব।’

পশ্চিমতীরে ইসরাইলের বসতি নির্মাণকে আন্তর্জাতিকভাবে অবৈধ হিসেবে গণ্য করা হয়। এছাড়া ফিলিস্তিনিরা এর ঘোর বিরোধী।

Share