Current Date:May 5, 2025

পাকিস্তানে অন্তঃসত্ত্বা সংগীত শিল্পীকে গুলি করে হত্যা

বিনোদন ডেস্ক : পাকিস্তানের সিন্ধু প্রদেশে এক অন্তঃসত্ত্বা সংগীত শিল্পীকে গুলি করে হত্যা করা হয়েছে।

জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় প্রদেশের লারকানা এলাকার কাঙ্গা গ্রামে একটি উৎসব অনুষ্ঠানে ওই শিল্পী গুলি করে হত্যা করে এক বন্দুকধারী। নিহতের নাম সামিরা (২৮)। তিনি ৮ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। ওই বন্দুকধারীকে আটক করেছে স্থানীয় পুলিশ। তাঁর নাম তারিক জাতোই।

আটক বন্দুকধারী জানান, গুলি ছোড়ার সময় দুর্ঘটনাবশত সামিরার শরীরে লেগেছে।

সামিরার আশিক সামুর অভিযোগ, উৎসবের সময় এক ব্যক্তি তাঁর স্ত্রীকে লক্ষ্য করে গুলি ছোড়েন। তাঁকে ধমক দিয়ে দাঁড়াতে ও গান গাইতে বলেন। এ সময় সামিরা জানান, তিনি অন্তঃসত্ত্বা। উঠে দাঁড়াতে পারবেন না। এ সময় ওই ব্যক্তি তাঁকে গুলি করেন।

সামিরা সিন্ধুতে স্থানীয়ভাবে সংগীতশিল্পী হিসেবে জনপ্রিয়। সিন্ধি লোকগান এবং সুফি গানের ওপর তাঁর কমপক্ষে আটটি অ্যালবাম আছে। তিনি পারিবারিক বিভিন্ন অনুষ্ঠানে জীবনমুখী গান করেন।

Share