Current Date:Sep 26, 2024

পাকিস্তানে বন্দুকধারীর গুলিতে খ্রিস্টান পরিবারের ৪ সদস্য নিহত

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কোয়েটা শহরে খ্রিস্টান সম্প্রদায়ের এক পরিবারের চার সদস্যকে গুলি করে হত্যা করেছে বন্দুকধারীরা।

খ্রিস্টান ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান ইস্টার সানডে উদযাপনের একদিন পরেই গতকাল সোমবার সন্ধ্যায় এ হামলার ঘটনা ঘটে।

স্থানীয় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা আলী মারদান বার্তা সংস্থা আলজাজিরাকে জানান, এ হামলায় খ্রিস্টান ধর্মাবলম্বী ওই পরিবারের চার সদস্য নিহত ও একজন আহত হয়েছেন।

নিহত পরিবারের পরিচিত তারিক মাসিহ জানান, ইস্টার সানডে উদযাপন করার জন্য ওই পরিবার পাঞ্জাব প্রদেশ থেকে কোয়েটা শহরে আত্মীয়ের বাসায় বেড়াতে আসে। রাতের খাবার শেষে তাঁরা যখন বাজারের উদ্দেশে বের হন, তখনই এ হামলার ঘটনা ঘটে।

এখনো এ হামলায় দায় কেউ স্বীকার করেননি। তবে ব্যক্তিগত শত্রুতার জের ধরে এ হামলা ঘটতে পারে বলেও জানিয়েছে পুলিশ।

পাকিস্তানের বিভিন্ন স্থানে সংখ্যালঘু সম্প্রদায়কে লক্ষ্য করে প্রায়ই হামলা চালানো হয়। ইসলামিক জঙ্গিগোষ্ঠী আইএস ও তালেবান দেশটিতে শরিয়াহ আইন প্রতিষ্ঠার নামে এসব হামলা চালায়।

এর আগে গত বছরের ডিসেম্বরে বড়দিন উৎসবের আগে কোয়েটা শহরে একটি গির্জায় আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে আটজন নিহত হন।

Share