Current Date:May 11, 2025

পূর্ণিমার অতিথি তৌসিফ-সিয়াম

বিনোদন প্রতিবেদক : এ প্রজন্মের দুই জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব ও সিয়াম আহমেদ। শোবিজের এই দুই তারকা বাস্তব জীবনেও ভালো বন্ধু।

তৌসিফ-সিয়ামের এই বন্ধুত্বের বিষয়টি সবারই কম বেশি জানা। এবার দুই বন্ধু হাজির হয়েছিলেন জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভির ‘এবং পূর্ণিমা’ অনুষ্ঠানে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চিত্রনায়িকা পূর্ণিমা।

শোবিজের জনপ্রিয় তারকাদের নিয়ে সেলিব্রেটি শো’টি এরই মধ্যে বেশ সাড়া জাগিয়েছে। অনুষ্ঠানে ‘বন্ধু আমার’ শিরোনামে গানটি গাইতে গাইতে মঞ্চে আসেন তৌসিফ-সিয়াম। এ সময় তাদের দুজনের মাঝে এসে হাজির হন উপস্থাপিকা পূর্ণিমা।

এবারের পর্বে তৌসিফ ও সিয়াম তাদের জীবনের পছন্দ-অপছন্দ, ভালো লাগা, মন্দ লাগা’সহ নানা বিষয় নিয়ে আড্ডা দিয়েছেন পূর্ণিমার সঙ্গে।

দুই বন্ধু জানিয়েছেন, এমন প্রাণবন্ত অনুষ্ঠানে অতিথি হতে পেরে তাদের বেশ ভালো লেগেছে। আর সঙ্গে উপস্থাপিকা ছিলেন পূর্ণিমার মতো একজন জনপ্রিয় নায়িকা। আমরা প্রাণ খুলে কথা বলেছি।
‘এবং পূর্ণিমা’ অনুষ্ঠানটি আরটিভিতে ২৮ এপ্রিল রাত ১০টায় প্রচারিত হবে। এটি প্রযোজনা করছেন সোহেল রানা বিদ্যুত।

Share