Current Date:Oct 15, 2024

পেঁয়াজে ভারত নির্ভরতা কমাতে চায় বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: পেঁয়াজে ভারতের ওপর নির্ভরশীলতা কমাতে চাই বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। একইসঙ্গে আগামী তিন বছরের মধ্যে দেশী পেঁয়াজে স্বয়ংসম্পূর্ণ হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সচিবালেয় বাণিজ্যমন্ত্রীর দপ্তরে ভারতের হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেন।

 

বাণিজ্যমন্ত্রী বলেন, ভারতীয় পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেওয়ায় আমরা তুরস্ক, ইজিপ্ট, চায়না ও মিয়ানমার থেকে পেঁয়াজ আমদানি করা হচ্ছে। তবে আমদানি করা পেঁয়াজ চট্টগ্রাম বন্দর পর্যন্ত আনতে খরচ পড়ে প্রতিকেজি ৪৫ টাকা। সেটা ৬০ থেকে ৬৫ টাকার নিচে খুচরা বাজারে বিক্রি করা যাবে না।

আমার ধারণা, আগামীবছর পর্যন্ত পেঁয়াজ ৫৫ টাকা কেজির নিচে দাম হবে না বলেও জানান তিনি।

Share