Current Date:Oct 7, 2024

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সে ভ্যাট-ট্যাক্স আরোপ হয়নি

ডেস্ক রিপোর্ট : প্রবাসী বাংলাদেশিদের পাঠানো রেমিট্যান্সের টাকার ওপর বাজেটে নতুন করে ভ্যাট-ট্যাক্স আরোপ করা হয়েছে বলে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে ব্যাপক প্রচারণা চলছে। খোঁজ নিয়ে জানা গেছে, এ তথ্যটি সঠিক নয়। বাজেটের অর্থ বিল পর্যালোচনা করে এমন কোন ধরনের ভ্যাট কিংবা আয়কর আরোপের প্রভাবের সত্যতা পাওয়া যায়নি। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বাজেট সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তার সঙ্গে আলাপকালে তারা জানিয়েছেন, এ তথ্যটি সঠিক নয়।

তাদের ধারণা, কোন একটি পক্ষ উদ্দেশ্যমূলকভাবে এ অপপ্রচার ছড়াচ্ছে। তারা জানান, প্রবাসীদের পাঠানো অর্থে কোন ধরণের ভ্যাট-ট্যাক্স এখন পরিশোধ করতে হয়না। কেবল অর্থ পাঠানোর সময় সংশ্লিষ্ট ব্যাংকের প্রযোজ্য হারে চার্জ পরিশোধ করতে হয়।

Share