Current Date:Nov 28, 2024

প্রযুক্তির চোখে : ব্রাজিলের হার উদ্যমী ফুটবলের কাছে

স্পোর্টস ডেস্ক : কি বলবেন এই ম্যাচটাকে? জোগো বোনিতোর হার? সুন্দর ছন্দময় ফুটবলের মৃত্যু? ব্রাজিলীয় সাম্বা ছন্দের পতন?
যা-ই বলুন না কেন, এটা মানতেই হবে, এ যুগে ব্রাজিলের সেই ‘সাম্বা ছন্দ’ বা ‘জোগো বোনিতো’ অতীতের ‘সুখস্মৃতি’ ছাড়া আর কিছুই নয়। নিয়ত পরিবর্তনশীল ফুটবলে এখন ‘ছন্দময়’ ফুটবলের ধারণাটাই মৃতপ্রায়—গত কয়েক বিশ্বকাপে ফ্রান্স, জার্মানি, হল্যান্ড প্রভৃতি ইউরোপীয় দলের কাছে হেরে ব্রাজিল ও আর্জেন্টিনা বারবার এটাই প্রমাণ করছে যেন। আর কাল ব্রাজিলকে হারিয়ে বেলজিয়াম সেটাই চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিল। বেলজিয়ামের উদ্ভাবনী ও প্রেসিং ফুটবলের কাছেই কাল আবার অসহায় হয়ে পড়ল ব্রাজিল।

বেলজিয়ামকে কোনো প্রত্যুত্তর দিতে পারেনি নেইমার-কুতিনহোরা। পুরো ম্যাচেই নেইমারকে বাক্সবন্দী করে রেখেছিলেন মারোয়ানে ফেলাইনি, অল্ডারভেইরেল্ড-কম্পানি-ভার্তোনের ডিফেন্স ওদিকে নিষ্ক্রিয় করে রেখেছিল কুতিনহোকে। আর হলুদ কার্ডের খাঁড়ায় পড়া কাসেমিরো না খেলাতে যেন এই ব্রাজিলের গোলমুখ আরও উন্মুক্ত হয়ে পড়ল। কাসেমিরোর মতো রক্ষণাত্মক মিডফিল্ডার যে একটা দলে কত গুরুত্বপূর্ণ, সেটি হাড়ে হাড়ে টের পেয়েছে ব্রাজিল। হ্যাজার্ড-ডি ব্রুইনা-লুকাকুদের দ্রুতগতির কাউন্টারের সঙ্গে পেরে উঠছিল না কাসেমিরোর পরিবর্তে দলে আসা ফার্নান্দিনহোর বয়সী শরীর। ফলাফল? এই ফার্নান্দিনহোর আত্মঘাতী গোলেই পিছিয়ে পড়ে ব্রাজিল। ফার্নান্দিনহোর পরিসংখ্যান দেখলেও আপনিও বুঝতে পারবেন কেমন ছন্নছাড়া ছিল ব্রাজিলের মিডফিল্ড –

 

Share