লাইফস্টাইল ডেস্ক : জীবন আসলে বেশকয়েকটি সম্পর্ক দিয়ে গড়া। প্রেম সেই সম্পর্কগুলোর অন্যতম। কিন্তু প্রেমের পথ তো আর সকলের সমান মসৃণ হয় না। অনেক সময়েই পড়তে হয় প্রতিবন্ধকতার সামনে। প্রেমে প্রত্যাখ্যান তাদের মধ্যে অন্যতম। কী করে সামলাবেন প্রেমের প্রত্যাখ্যান? আসুন জেনে নিই।
❏ সবার আগে নিজেকে বলুন, প্রত্যাখ্যানও কিন্তু প্রেমের একটা অংশ। আপনার কাউকে ভাল লেগেছে মানেই কারও আপনাকে ভাল লাগবে— সেটা নাও হতে পারে। তাই সহজভাবে নিন প্রত্যাখ্যানকে। দেখবেন, প্রেমে প্রত্যাখান করলে যেন তার সঙ্গে আপনার সম্পর্ক শেষ না হয়ে যায়।
❏ প্রত্যাখ্যাত হতে কারওই ভাল লাগে না। তাই বলে বিষণ্ণ হয়ে পড়ার কোনও কারণ নেই। সুস্থ স্বাভাবিক থাকুন। আনন্দ করুন, বন্ধুদের সঙ্গে সময় কাটান। সময়ই সব ঠিক করে দেয়।
❏ নিজের সুবিধা–অসুবিধা নিয়ে সরাসরি বন্ধুদের সঙ্গে কথা বলুন। তাদের কথাও মন দিয়ে শুনুন।
❏ নিজেকে কোনও দুর্ঘটনার শিকার ভাবা বন্ধ করুন। প্রথম প্রেমেই সফল হওয়া মানুষের সংখ্যা খুবই কম।
❏ যিনি আপনাকে প্রত্যাখ্যান করলেন, তার পিছনে পড়ে থাকবেন না। জানবেন আপনাদের পথ আলাদা। তার প্রতি কৌতূহল রাখাটা মোটেও স্বাভাবিক ব্যাপার নয়।