Current Date:Sep 27, 2024

ফের জুটি বাঁধছেন মেসি-নেইমার!

স্পোর্টস ডেস্ক : ক্লাব ছেড়েছেন এক বছর হতে চললো। কিন্তু সুযোগ পেলেই পুরনো বন্ধুদের সঙ্গে দেখা করতে ঢুঁ মারেন বার্সেলোনাতে। অবসর সময় কাটিয়ে যান এখানে। পুরনো ক্লাবের টান কোনভাবেই ভুলতে পারেন না নেইমার। তাই হয়তো এবার পুরনো বন্ধু মেসির সঙ্গে জুটি বাঁধতে চাইছেন ব্রাজিলিয়ান এ তারকা ফুটবলার।নেইমার এবং তার সাবেক বার্সেলোনা সতীর্থর মধ্যে বড় কিছু দৃশ্যমান হতে চলেছে। অন্তত নেইমারের রহস্যজনক এক বার্তা তারই আভাস দিচ্ছে। কি সেই বার্তা? রোববার নিজের টুইটারে মেসির সঙ্গে একটা ছবিসহ মেসেজ দেন নেইমার। তাতে ব্রাজিলিয়ান ‘ওয়ান্ডার বয়’ লিখেছেন, যখন আমি এবং আমার বন্ধু লিও মেসি একসাথে হই, তখন বড় কিছুই ঘটে। আমি খুব শীঘ্রই আপনাদের আরো কিছু বলব, সঙ্গে থাকুন।

নেইমারের এই বার্তার পরই তা স্ফুলিঙ্গের মতো চারদিকে ছড়িয়ে পড়ে। পিএসজি তারকার মেসেজের দুটি অর্থ খোঁজার চেষ্টা করছেন বিশ্লেষকরা। এক. নেইমার কি আবার বার্সায় ফিরছেন? দুই. নাকি মেসি পিএসজিতে যাচ্ছেন?বিশ্লেষকদের বেশিভাগের পাল্লা দ্বিতীয়টির দিকে ঝুঁকে। আর্থিক সামর্থ্যের বিচারে নেইমারের মেসেজের যথার্থতা প্রমাণ করতে গেলে বলতে হয়, ফ্যাশনের শহর প্যারিসের দিকে যাচ্ছেন মেসি। তবে বিশ্লেষকরা যাই বলুন না কেন, মেসির প্যারিস যাত্রা এখন পর্যন্ত নেইমারের মেসেজ বার্তার চেয়ে বিশ ধোঁয়াশায় ঢাকা।ফুটবল বিশ্লেষকরা বলছেন, এমন টুইট করে ফুটবল অনুরাগীদের ধন্দে ফেলেছেন নেইমার। খেলার বাইরে কোনো বাণিজ্যিক কারণেও মিলিত হতে পারেন সময়ে দুই মহাতারকা।

পিএসজি এরই মধ্যে বেশ কয়েকজন সুপারস্টারকে দলে ভিড়িয়েছে। নেইমার কেলিয়ান এমবাপে এবং এডিনসন কাভানি তাদের আক্রমণভাগের নেতৃত্ব দিচ্ছেন। তারপরও মেসিকে ব্যবহার করতে পারে ফ্রেঞ্চ জায়ান্টরা, বিশেষ করে ইউরোপ সেরার লড়াইতে।চলতি মৌসুমে দুর্দান্ত ফর্মে আছেন মেসি। লা লিগায় সবশেষ লেগানিসের বিপক্ষে বার্সার ৩-১ গোলে জেতা ম্যাচে করেছেন হ্যাটট্রিক। আর সব প্রতিযোগিতা মিলিয়ে এই মৌসুমে করেছেন ৩৯ গোল।মেসি যেমন বার্সায়, নেইমার তেমনি রাজ করছেন পিএসজিতে। চলতি মৌসুমে ২০ ম্যাচ খেলে ব্রাজিলিয়ান সুপারস্টার গোল করেছেন ১৯টি। সেই সঙ্গে অ্যাসিস্ট আছে ১৩টি। কিন্তু চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে রিয়ালের বিপক্ষে হেরে বিদায় নেয় পিএসজি। প্রথম লেগে রিয়ালের মাঠে খেলতে পারলেও ইনজুরির কারণে দ্বিতীয় লেগে মাঠে নামা হয়নি নেইমারের। তারপর আর মাঠেই নামতে পারেননি। ইনজুরি থেকে রিহ্যাবের জন্য বর্তমানে ব্রাজিলে আছেন পিএসজি তারকা। তার একমাত্র টার্গেট এখন রাশিয়া বিশ্বকাপ।

Share