Current Date:Oct 1, 2024

বাংলাদেশ থেকে লোক নিয়ে ভোট লুটের চেষ্টার অভিযোগ বিজেপির বিরুদ্ধে

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে পঞ্চায়েত নির্বাচনে বাংলাদেশ থেকে লোক নিয়ে বুথ দখলের চেষ্টা করেছে ক্ষমতাসীন দল বিজেপি। সোমবার এমন অভিযোগ করেছেন তৃণমূল নেতা জ্যোতিপ্রিয় মল্লিক। তিনি বলেন, বাংলাদেশ থেকে শ’খানেক লোক এসে বুথ দখল করার চেষ্টা করেছে। ওরা বিজেপি ও সিপিএমের লোক। এ খবর দিয়েছে জি নিউজ।

খবরে বলা হয়, নির্বাচনের শুরুতেই চব্বিশ পরগণা জেলার বনগাঁর বাগদায় ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনা ঘটে । সোমবার ভোর রাতে প্রায় ১৫ থেকে ২০জন বহিরাগত দুষ্কৃতির একটি দল বুথে ঢুকে পড়ে ব্যালট বাক্স ছিনতাই করার চেষ্টা চালায়। তবে স্থানীয় বাসিন্দারা পরিস্থিতি বুঝতে পেরে বুথের দিকে ছুটে যান। বাসিন্দাদের একযোগে আসতে দেখে ঘটনাস্থল থেকে পালায় বেশ কয়েকজন দুষ্কৃতি। তবে তার আগেই ১০জনকে আটক করে মারধর করা হয়।

পুলিশি জেরায় আহতরা দাবি করে, তৃণমূলের এক নেতা তাদের এই কাজে পাঠিয়েছে। যদিও এই অভিযোগ মানতে নারাজ তৃণমূল নেতা জ্যোতিপ্রিয় মল্লিক। তিনি পাল্টা অভিযোগ করেন, ‌’এই ঘটনার পেছনে বিজেপির সক্রিয় ভূমিকা রয়েছে। ভোট দিতে প্রতিবেশী বাংলাদেশ থেকে লোক ঢোকাচ্ছে বিজেপি। স্থানীয় বিজেপি নেতা কার্তিক, হরেন, নির্মল ও গণেশ ঘোষের নেতৃত্বে বুথ দখল করতে এসেছিল বহিরাগতরা। গ্রামবাসীরা তাদের তাড়া করে। দু’তিনজনকে মারধর করে। এটা সীমান্ত এলাকা, বিএসএফ সেভাবে সক্রিয় ছিল না। পুলিশের পক্ষে একসঙ্গে ১০০লোককে আটকানো সম্ভব নয়। গ্রামের বাসিন্দারা প্রতিহত করেছে। বিজেপি বিভিন্ন লোককে নিয়ে এসেছে বাড়ি বাড়িতে ঢুকিয়ে দিচ্ছে। এটা তারই ফল।’

তবে বিজেপি পাল্টা দাবি করেছে, ‘নেশা করে আছেন ওই মন্ত্রী। এদিকে ব্যালট বাক্স ছিনতাইয়ের জেরে বুথটিতে ভোট গ্রহণ সাময়িক বন্ধ রয়েছে। কেননা ব্যালট বাক্স খুঁজেই পাওয়া যায়নি।’

Share