নিজস্ব প্রতিবেদক
দেশের সর্ববৃহৎ রাস্ট্রায়ত্ত্ব বানিজ্যিক ব্যাংক সোনালী ব্যাংক লিমিটেড অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সাথে ২০২০-২১ অর্থবছরের জন্য সম্পাদিত বার্ষিক কর্মসম্পাদন চুক্তি Annual Performance Agreement (APA) বাস্তবায়নে সকল সরকারি ব্যাংকের মধ্যে প্রথম স্থান অর্জন করায় ব্যাংকের সিইও এন্ড ম্যানেজিং ডিরেক্টর মো: আতাউর রহমান প্রধানের হাতে সার্টিফিকেট ও ক্রেস্ট তুলে দেন অর্থ মন্ত্রনালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলিম উল্লাহ। গতকাল আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সম্মেলন কক্ষে এই পুরস্কার প্রদান করা হয় । আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলিম উল্লাহ তার বক্তৃতায় বলেন সোনালী ব্যাংক আগামী দিনগুলোতে আরও ভাল করবে বলে বিশ্বাস করি । পুরস্কার গ্রহণের পর সোনালী ব্যাংকের সিইও এন্ড ম্যানেজিং ডিরেক্টর মোঃ আতাউর রহমান প্রধান ব্যাংকের এই অর্জনের সমস্ত কৃতিত্ব দিয়েছেন ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীদের । তিনি বলেছেন সোনালী ব্যাংক লিমিটেডের কর্মকর্তা-কর্মচারীরা সরকারের নির্দেশে এই অতিমারি করোনার মধ্যেও দেশের অর্থনীতি সচল রাখার লক্ষ্যে জীবনের ঝুকি নিয়ে কাজ করেছেন ।পুরস্কার গ্রহণের সময় সোনালী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো: মোরশেদুল কবীর, জেনারেল ম্যানেজার সুভাস চন্দ্র দাসসহ বিভিন্ন ব্যাংকের নির্বাহীগণ ও মন্ত্রনালয়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন । উল্লেখ্য আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অধীন ১টি নিয়ন্ত্রক প্রতিষ্ঠান ও ১৭ টি ব্যাংক,বীমা ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের সাথে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি ২০২০-২০২১ সম্পাদিত হয়েছিল । এতে রাস্ট্রায়ত্ত্ব ব্যাংক ক্যাটাগরিতে সোনালী ব্যাংক ৯২.৮ পেয়ে অতি উত্তম মানদন্ডে প্রথম স্থান অর্জন করেছে । আরো উল্লেখ্য ২০২০ সালে সোনালী ব্যাংক দেশের ব্যাংকিং সেক্টরে সর্বোচ্চ ২১৭৫ কোটি টাকা পরিচালন মুনাফা করতে সক্ষম হয়েছে ।
অর্থনীতি
বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বাস্তবায়নে প্রথম হওয়ায় সোনালী ব্যাংককে পুরস্কৃত করল অর্থ মন্ত্রনালয়
পিপল নিউস 24Dec 27, 202162
Share