Current Date:Nov 25, 2024

বিএনপি – জামাতের অপরাজনীতির বিরুদ্ধে সজাগ থাকতে হবে: ফারুক খান

হায়দার হোসেন, গোপালগঞ্জ প্রতিনিধি :
বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মুহাম্মদ ফারুক খান এমপি বলেছেন, আগামী দিনে বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ হলো জঙ্গীবাদ ও অপরাজনীতি যেটা বিএনপি জামাত করে আসছে এর বিরুদ্ধে সকলকে সজাগ থাকতে হবে। উন্নয়নের ধারা ধরে রাখতে পারলে আগামী ২০২৩ সালের মধ্যে ২৩ তম অর্থনৈতিক দেশ হবে বাংলাদেশ। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার নেতৃত্বে দেশ যাতে পরিচালিত হয় সেই রাজনৈতিক ধারা অব্যাহত রাখতে হবে।

বুধবার সকাল সাড়ে ১০টায় ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের ৭২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

সকলকে করোনা পরিস্থিতি মোকাবেলা করতে সম্যক স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়ে ফারুক খান আরো বলেন, উন্নয়নের ধারা অব্যহত রাখতে আগামী নির্বাচনে বাংলাদেশের মানুষ তাদের মূল্যবান ভোটের অধিকার প্রয়োগ করবেন।

তিনি আরো বলেন, শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ সফল রাজনৈতিক দল হলো বাংলাদেশ আওয়ামী লীগ। ৭২ বছরের ইতিহাসে বাংলাদেশ আওয়ামী লীগ বারবার প্রমাণ করেছে, বাঙ্গালি জাতির সকল আন্দোলন, অধিকার, ভাষা আন্দোলন, ৬ দফা আন্দোলন, ৬৯ এর গণ অর্ভ্যূথান, মহান মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছেন। দেশ স্বাধীনের পর অনেকেই বলেছিল বাংলাদেশ তলাবিহীন ঝুড়ি হবে। সেই তলাবিহিনী ঝুড়ি থেকে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন বিশ্বের উন্নয়নের রোল মডেল। আজ বাংলাদেশের জন্য যেমন একটি আনন্দের দিন তেমনি সারা বিশ্বের জন্যও একটি আনন্দের দিন।

এর আগে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মুহাম্মদ ফারুক খানের এমপি নেতৃত্বে বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে পুস্পস্তপক অর্পণ করে গভীর শ্রদ্ধা জানায় নেতৃবৃন্দ। এরপর জেলা ও উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। পরে বঙ্গবন্ধু ও ১৫ আগস্ট নিহত পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা ও পাঠ বিশেষ মোনাজাতে অংশ নেন তারা। এসময় সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন ও মির্জা আজম এমপি, কেন্দ্রীয় কমিটির সদস্য সাহাবুদ্দিন ফরাজী ও সৈয়দ আবদুল আউয়াল শামীম, ইকবাল হোসেন অপু এমপি, গোপালগঞ্জ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, সিনিয়র সহ সভাপতি রুহুল আমীন, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল বাশার খায়ের, সাধারন সম্পাদক বাবুল শেখ, টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাসসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Share