নিজস্ব প্রতিবেদক : সরকারি চাকরিতে বিদ্যমান কোটা সংস্কারে আজ রোববার বিকাল ৫টার মধ্যে প্রজ্ঞাপন জারি করা না হলে আগামীকাল সোমবার থেকে সারাদেশের সব কলেজ-বিশ্ববিদ্যালয়ে অর্নিদিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বর্জনের ডাক দিয়েছে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ।
আজ রোববার বিক্ষোভ মিছিল শেষে দুপুর ১টা ২০ মিনিটে টিএসসিতে এক সংবাদ সম্মেলনে কোটা সংস্কার আন্দোলনকারীদের প্লাটফর্ম সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের পক্ষ থেকে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদেরর আহ্বায়ক হাসান আল মামুন নতুন কর্মসূচি ঘোষণা করে বলেন, আজ বিকাল ৫ টার মধ্যে প্রজ্ঞাপন জারি না করা হয় তাহলে আগামীকাল সোমবার থেকে সারাদেশে কলেজ বিশ্ববিদ্যালয় ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে।