Current Date:Apr 24, 2025

বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের কারণ মানুষ জানতে চায় : এরশাদ

নিজস্ব প্রতিবেদক : জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, গত ৩-৪ মাসে দেশে ৭২টি বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। অথচ প্রতিটি মানুষের ছিলো বিচার পাওয়ার অধিকার। জাতি অাজ জানতে চায় কেনো এই বিচার বহির্ভূত হত্যাকাণ্ড।

আজ রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে জাপা ঢাকা মহানগর দক্ষিণ অায়োজিত ইফতার মাহফিলের পূর্বে অালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সৈয়দ অাবু হোসেন বাবলা এমপির সভাপতিত্বে ও জহিরুল অালম রুবেলের পরিচালনায় এসময় অারো বক্তব্য রাখেন দলের মহাসচিব এবিএম রুহুল অামিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন অাহমেদ বাবলু, অধ্যাপক দেলোয়ার হোসেন খান, মীর অাব্দুস সবুর অাসুদ, হাজী সাইফুদ্দিন অাহমেদ মিলন প্রমুখ।

এরশাদ বলেন, রমজান মাস অাসলেই নিত্যপ্রয়োজনীয় পণ্যের মুল্য বৃদ্ধি হয়। অতি মুনাফার জন্য ব্যবসায়ীরা মানুষের রক্ত শোষণ করে। অথচ পৃথিবীর সকল রাষ্ট্রেই পবিত্র এ রমজান মাসে সরকারসহ সকল ব্যবসায়ীরা ভূর্তকি দিয়ে থাকেন। শুধু অামরাই ব্যতিক্রম

তিনি বলেন, অামাদের নো ম্যানস ল্যান্ডে এখনও সাড়ে ৪ লাখ মিয়ানমানের রোহিঙ্গারা মানবেতর জীবন-যাপন করছে। তারা ইফতার ও সেহেরি ঠিকমত করেছে কিনা তার খোঁজ কেউ রাখে না। তাদেরকেও বাংলাদেশে নিয়ে অাশার জন্য সরকারের প্রতি অাহ্বান জানান এরশাদ।

সাবেক এ রাষ্ট্রপতি বলেন, ব্যাংকে টাকা নেই। এর হিসেবও নেই। টাকাগুলো গেলো কোথায়? কে দেবে এর হিসেব! অনেকেরই বিদেশে ৪-৫ বাড়ি। অথচ দেশের মানুষ ঠিকমত খেতে পারছে না। দেশের সর্বত্রই এ বৈষম্য। এ বৈষম্য দূরকরণ করতে হলে জাতীয় পার্টিকে ক্ষমতায় বসাতে হবে। অার জাতীয় পার্টি ক্ষমতা নিতে প্রস্তত।

Share