Current Date:Sep 25, 2024

বিজিএমইএ ভবন ভাঙার সময় নিয়ে আদেশ ২৭ মার্চ

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ পোশাক প্রস্তুতকারী ও রফতানিকারক সংগঠনের (বিজিএমইএ) ১৮ তলা অবৈধ ভবনটি ভাঙতে সময় আবেদনের ওপর শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আগামী ২৭ মার্চ আদেশ দেবে আপিল বিভাগ।

আজ রবিবার সকালে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ আদেশের জন্য এ দিন ধার্য করে।

আদালতে বিজিএমইএর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী কামরুল হক সিদ্দিকী। রিটের পক্ষে ছিলেন আইনজীবী মঞ্জিল মোরসেদ।

এর আগে গত ৫ মার্চ বহুতল ভবনটি ভাঙতে আরো এক বছর সময় চেয়ে আবেদন করে বিজিএমইএ কর্তৃপক্ষ।

প্রসঙ্গত, গত বছরের ৮ অক্টোবর সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ছয় মাসের মধ্যে বিজিএমইএ ভবন ভেঙ্গে ফেলার জন্য নির্দেশ দেয়। ওই সময় আদালত বলেছিলেন, এটিই শেষ সুযোগ। এরপর আর সময় বাড়ানো হবে না। এর আগে কয়েক দফায় সময় বাড়ানো হলেও ভবন থেকে সরে যেতে পারেনি বিজিএমইএ কর্তৃপক্ষ।

Share