Current Date:Nov 27, 2024

বিশ্বকাপের সেরা একাদশে যারা

স্পোর্টস ডেস্ক : লুজনিকিতে ফ্রান্স-ক্রোয়েশিয়া ম্যাচের মধ্য দিয়ে পর্দা নেমেছে রাশিয়া বিশ্বকাপের। সেই সঙ্গে ইতিহাসের পাতায় জায়গা করে নিয়েছে ফ্রান্স। তবে নানা ঘটন-অঘটনের মধ্য দিয়ে জন্ম হয়েছে নতুন নতুন রেকর্ড ও গল্পের। ফুটবলারদের নৈপুণ্যের গল্পের। তবে রাশিয়া বিশ্বকাপ শেষে ফিফার সেরা একাদশে জায়গা পেয়েছেন ৫ দেশের ১১ খেলোয়াড়। চলুন জেনে নিই সে সম্পর্কে-

১. জর্ডান পিকফোর্ড (গোলরক্ষক, ইংল্যান্ড)।
২. রাফায়েল ভারানে (সেন্টার ব্যাক, ফ্রান্স)।
৩. দোমাগোজ ভিদা (সেন্টার ব্যাক, ক্রোয়েশিয়া)।
৪. দিয়েগো গদিন (সেন্টার ব্যাক, উরুগুয়ে)।
৫. কেভিন দে ব্রুইনি (মিডফিল্ডার, বেলজিয়াম)।
৬. লুকা মদ্রিচ (সেন্টার মিডফিল্ডার, ক্রোয়েশিয়া)।
৭. এনগোলো কন্তে (সেন্টার মিডফিল্ডার, ফ্রান্স)।
৮. ইভান পেরিসিচ (মিডফিল্ডার, ক্রোয়েশিয়া)।
৯. কিলিয়ান এমবাপ্পে (ফরোয়ার্ড, ফ্রান্স)।
১০. ইডেন হ্যাজার্ড (ফরোয়ার্ড, বেলজিয়াম)।
১১. আঁতোয়া গ্রিজমান (ফরোয়ার্ড, ফ্রান্স)।

Share