Current Date:May 15, 2025

বিহারে বাস উল্টে মৃত্যু হয়নি কারো, ভুয়া খবরের খপ্পরে রাজ্যের মুখ্যমন্ত্রীও!

আন্তর্জাতিক ডেস্ক : মুখ্যমন্ত্রী নীতীশ কুমার তখন একটি অনুষ্ঠানে ছিলেন। দুর্ঘটনার খবর শুনেই যারা হাজির ছিলেন, তাদের সবাইকে দুই মিনিট নীরবতা পালন করার অনুরোধ করেন।

বাস দুর্ঘটনায় ‘জীবন্ত দগ্ধ’দের স্মরণে তিনিও নীরবতা পালন করেন। ঘোষণা করেন, মৃতদের পরিবার প্রতি দেওয়া হবে চার লাখ টাকা করে ক্ষতিপূরণ।

তখন খবর রটেছিল উল্টে গিয়ে আগুন ধরে যাওয়ায় মুজফফরনগর থেকে দিল্লি যাওয়ার পথে একটি বাসে আগুন লেগে যায়; সেখানে ২৭ জন ‘জীবন্ত দগ্ধ’ হয়েছেন। বাস থেকে চারজনকে গুরুতর দগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়েছে বলেও খবরে উল্লেখ করা হয়।

কিন্তু জেলা প্রশাসন সূত্রে শুক্রবার জানানো হয়, ভুল খবর রটে গিয়েছিল। ওই দুর্ঘটনায় মৃত্যু হয়নি এক জনেরও।

ফলে ভুয়া খবরে বোকা বনে যায় বিহার রাজ্য প্রশাসনও। অস্বস্তিকর অবস্থার মধ্যে পড়তে হয় মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে।

Share