Current Date:Oct 11, 2024

বেতন না দেয়ায় ৪০ শিক্ষার্থীকে অন্ধকার ঘরে আটকে রাখল স্কুল কর্তৃপক্ষ

অনলাইন ডেস্ক : সময়মতো স্কুলের বেতন দিতে না পারায় কেজি ও নার্সারি শ্রেণির ৪০ শিশু শিক্ষার্থীকে অন্ধকার ঘরে ৬ ঘণ্টা আটকে রেখেছে স্কুল কর্তৃপক্ষ। এই ঘটনায় ভারতের রাজধানী দিল্লিতে চাঞ্চল্য তৈরি হয়েছে।

সম্প্রতি নয়াদিল্লির রাবিয়া গার্লস পাবলিক স্কুলে এ ঘটনা ঘটে। ১৬ জন অভিভাবক স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে থানায় অভিযোগ জানানোর পরই পুরো ঘটনা প্রকাশ্যে আসে।

অভিভাবকরা অভিযোগ করেন, শিশু শিক্ষার্থীদের ৬ ঘণ্টা অন্ধকার রুমে আটকে রাখা হয়। এ সময় রুমের সমস্ত আলো, বৈদ্যুতিক পাখা বন্ধ করে দিয়েছিল স্কুল কর্তৃপক্ষ। এর ফলে তাদের সন্তানেরা মারাত্মক আতঙ্কিত হয়ে পড়ে।

ঘটনা জানার পরই উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া জানান, পুরো ঘটনায় তিনি স্তম্ভিত। ছোট ছোট বাচ্চাদের সঙ্গে এধরনের ব্যবহার করার জন্যে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণের আশ্বাসও দিয়েছেন তিনি। স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে এফআইআরও দায়ের হয়েছে।

Share