Current Date:Nov 28, 2024

বেলজিয়ামের বিপক্ষে কার অধিনায়কত্বে মাঠে নামবে ব্রাজিল?

স্পোর্টস ডেস্ক: রাশিয়া বিশ্বকাপে দারুণ ছন্দে আছে আসরের অন্যতম ফেভারিট ব্রাজিল। এরইমধ্যে নিজেদের যোগ্যতার প্রমাণ দিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে এসছে দলটি। আসরের শুরুতে ব্রাজিলের প্রাণ ভোমরা নেইমার তেমন একটা চমক দেখাতে না পারলেও অবশেষে ছন্দে ফিরেছেন তিনি। এত আরও শক্তিশালী হয়ে উঠেছে তিতের দল।

তবে রাশিয়া বিশ্বকাপে দারুণ এক চসক দেখিয়েছেন তিনি। কোচ তিতে একেক দিন এককে জনকে দলের নেতৃত্ব দেন। চলতি বিশ্বকাপের প্রথম ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের ক্যাপ্টেন ছিলেন মার্সেলো। ম্যাচের ফলাফল ১-১ এ ড্র। পরের ম্যাচ কোস্টারিকার বিপক্ষে দলকে নেতৃত্বে দেন গত বিশ্বকাপের দলপতি থিয়েগো সিলভা। সেই খেলায় ব্রাজিলের জয় ২-০’তে। গ্রুপের তৃতীয় ম্যাচে দল মাঠে নেমেছে মিরান্ডার অধিনায়কত্বে। পরে মেক্সিকোর বিপক্ষে দ্বিতীয় রাউন্ডের ম্যাচে নেতৃত্বে নিয়ে আসা হয় থিয়েগো সিলাভাকে।

আজ বেলজিয়ামের বিপক্ষে কোর্য়াটার ফাইনালের এই ম্যাচে অধিনায়ক করা হয়েছে ডিফেন্ডার মিরান্ডাকে।

Share