Current Date:Oct 11, 2024

বেলুগা তিমির আদলে বিশ্বের সবচেয়ে বড় বিমান (ভিডিও)

আন্তর্জাতিক ডেস্ক : ফ্রান্সের একটি এয়ারবাস কোম্পানির তিমির আদলে তৈরি বিশ্বের সবচেয়ে বড় নতুন প্লেন বেলুগা এক্সএলের প্রদর্শন দেশটির তৌলোসে অনুষ্ঠিত হয়েছে। বেলুগা এক্সএল এয়ারবাস এ৩৩০-৭০০এল প্লেনটিতে রয়েছে নীল তিমির মতোই উজ্জ্বল চোখ ও মুখ। তবে বাস্তব মুখ নয়, এটি রঙ করে তৈরি।

প্লেনের যন্ত্রপাতি বহনের জন্য এর সামনের অংশ উন্মুক্ত করা যায়। এতে বিশাল আকারের প্লেনের ডানা ও বডির অন্যান্য যন্ত্রাংশ অনায়াসেই এটে যায়। এয়ারবাস কোম্পানির নিজস্ব প্লেন উৎপাদনের জন্যই বিশ্বের নানা স্থান থেকে আনা-নেওয়া করার জন্য এটি তৈরি।

অতীতেও এ ধরনের মডেলের প্লেন বানিয়েছিল এয়ারবাস। তবে এবারের বেলুগা এক্সএল মডেলটি আগের চেয়ে বড় ও বেশি জিনিস ধারণে সক্ষম। নতুন মডেলটি এখনো আকাশে ওড়ার অনুমতি পায়নি। সব কাজ শেষে ২০১৯ সালে এটি তার কাজ শুরু করবে বলে আশা করা হচ্ছে।

Share