Current Date:Nov 29, 2024

ভিএআর প্রযুক্তির কাছে হেরে গেল ইরান!

স্পোর্টস ডেস্ক: রাশিয়া বিশ্বকাপে ইরানকে ১-০ গোলে হারিয়েছে স্পেন। তবে ফলাফলটা ১-১ গোলে ড্র হতে পারতো, কারণ দ্বিতীয়ার্ধের ৬৪ মিনিটে স্পেনের জালে বল পাঠায় ইরান। কিন্তু ভিডিও এসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) কল্যাণে অফসাইড হওয়ায় সেটি বাতিল হয়ে যায়।

এর আগে ইরান-স্পেন ম্যাচে দিয়েগো কস্তার গোলে ৫৪ মিনিটে এগিয়ে যায় ইনিয়েস্তারা। আর এ গোল নিয়ে দুই ম্যাচে ৩ গোল করে গোল্ডেন বলের দৌড়ে ক্রিশ্চিয়ানো রোনালদোর পিছু পিছু ছুটছেন দিয়েগো কস্তা।

এদিকে ম্যাচে শতকরা ৭০ ভাগ বলই নিজেদের পায়ে রেখেছে স্পেন। অপরপক্ষে ৩০ ভাগ বল দখল ছিল ইরানের। তবে দলটির গোলের ক্ষুধা ছিল চোখে পড়ারমতো। কিন্তু স্প্যানিয়ার্ডদের অভেদ্য দেয়ালে তাদের প্রতিটি চেষ্টাই প্রতিহত হয়েছে। ফলে ১-০ গোলের হার নিয়েই মাঠ ছাড়তে হয়েছে পারসিকদের।

Share