Current Date:Apr 24, 2025

মতিঝিলে বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মতিঝিল বাংলাদেশ ব্যাংকের পেছনে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

সোমবার (১১ ডিসেম্বর) বিকেল ৩টা ৩৫ মিনিটের দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার এরশাদ হোসাইন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, মতিঝিল বাংলাদেশ ব্যাংকের পেছনে একটি বাসে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছিল। তবে ঘটনাস্থল থেকে জানানো হয় আগুন নিভে গেছে।

তবে আগুন লাগা বাসটির নাম জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

Share