বিনোদন ডেস্ক : ভারতীয় বাংলা সিনেমার অন্যতম জনপ্রিয় নায়িকা মিমি চক্রবর্তী। সব ধরনের চলচ্চিত্রে অভিনয় করে পেয়েছেন দর্শকপ্রিয়তা। জনপ্রিয় এই অভিনেত্রী এবার ট্যাটু আঁকলেন।
আর এই ট্যাটু আঁকার পেছনে একটি উদ্দেশ্য রয়েছে তার। মূলত অ্যাপেন্ডিক্স অপারেশনের দাগ ঢাকার জন্য ওই স্থানে ট্যাটু আঁকলেন যোদ্ধা: দ্য ওয়ারিয়র ছবির নায়িকা।
নায়িকার ভাষ্য, অপারেশনের অংশটি দাগ হয়েছিল। আর এই জায়গাটায় ট্যাটু আঁকাতে আমি এখন ইচ্ছে মতো ছোট স্কাট পরতে পারবো। ট্যাটু আঁকার ফলে দাগটি আর দেখা যাবে না।
এদিকে ৩ মে সিঙ্গাপুরে গেছেন এই নায়িকা। ফিরবেন চলতি মাসের ৮ তারিখ। সেখানে একটি অনুষ্ঠানে নাচবেন এই বঙ্গ ললনা। সিঙ্গাপুরে এটি মিমির তৃতীয় সফর। তবে শহরটি তার কাছে যান্ত্রিক মনে হয়। তিনি জানিয়েছেন, শহরের এই যান্ত্রিকতা তার একদমই ভালো লাগে না। আর পাহাড়ের চেয়ে সমুদ্রই তার প্রিয়।
মিমি বলেন, কিছুদিন আগে পাতায়াতে দারুণ মুহূর্ত কাটিয়েছি। বন্ধুরা মিলে পরিকল্পনা করছি সামনে গোয়াতে একটি ভ্রমণের।
২০১২ সালে ‘বাপি বাড়ি যা’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক তার। একই বছর মুক্তিপ্রাপ্ত ‘বোঝে না সে বোঝে না’ ছবিটি তারকা খ্যাতি এনে দেয় মিমিকে। এরপর একের পর এক ছবিতে অভিনয় করতে দেখা গেছে তাকে।
টাইমস অব ইন্ডিয়া অবলম্বনে