Current Date:Sep 25, 2024

মিয়ানমারের নতুন প্রেসিডেন্ট সু চির গোড়া সমর্থক উইন মিন্ট

আন্তর্জাতিক ডেস্ক : উইন মিন্টকে মিয়ানমারের নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করা হয়েছে। দেশটির স্টেট কাউন্সিলর অং সান সু চির গোড়া সমর্থক বলে পরিচিত উইন মিন্ট। এর ফলে, মিয়ানমারে সর্বোচ্চ পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণের নিয়ন্ত্রণ সু চির হাতেই থাকছে বলে মনে করা হচ্ছে।

গত সপ্তাহে তিন চিয়াও পদত্যাগ করলে উইন মিন্টই পরবর্তী প্রেসিডেন্ট হতে যাচ্ছেন বলে আভাস পাওয়া গিয়েছিল।

২০১৫ সালের নির্বাচনে তার দল ব্যাপক বিজয় অর্জন করার পর থেকে সু চি স্টেট কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। সাংবিধানিকভাবে তার এই পদের কোনো ভূমিকা না থাকলেও তিনি প্রেসিডেন্টের ওপরে থেকেই দায়িত্ব পালন করে যাবেন বলে জানান।

প্রসঙ্গত, সু চির স্বামী ও সন্তান বিদেশি নাগরিক হওয়ায় সাংবিধানিকভাবে তিনি মিয়ানমারের প্রেসিডেন্ট হতে পারবেন না। এজন্যই সু চির একজন অনুগত ব্যক্তিকে প্রেসিডেন্ট হিসেবে দরকার ছিল। সেনাবাহিনীর সঙ্গে ক্ষমতার দ্বন্দ্বে যাতে তিনি তাকে নিয়ন্ত্রণ করতে পারেন। সূত্র: বিবিসি

Share