Current Date:Apr 22, 2025

মুকসুদপুরে উপজেলা নির্বাচন নিয়ে শোডাউন দিয়েছ আবুল কাশেম রাজ

নির্বাচনি রেশ কাটছে না মুকসুদপুরে। সংসদ নির্বাচন শেষে এখন চলছে উপজেলা নির্বাচনের গুনগুনানি। তফসিল ঘোষণা না হলেও মাঠে নেমে পড়েছেন সম্ভাব্য উপজেলা চেয়ারম্যান প্রার্থীরা।

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা পরিষদ নির্বাচন সামনে রেখে পাঁচ শতাধিক মোটরসাইকেল, এক শতাধিক মাইক্রোবাস ও প্রায় অর্ধশতক মিনি ট্রাক নিয়ে শোডাউন দিয়েছেন চেয়ারম্যান প্রার্থী ইন্দুহাটি হলধর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও ড্রিমওয়ে গ্রুপের চেয়ারম্যান আবুল কাশেম রাজ।

বৃহস্পতিবার (৮ফেব্রুয়ারী) সকালে উপজেলার খান্দারপাড়া ইউনিয়নের শিমুলতলা বাজার এলাকা থেকে এ শোডাউন শুরু হয়। পরে শোডাউনটি উপজেলা ব্যাপী সকল গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। এসময় তার সাথে প্রায় ১০ হাজার লোক শোডাউনে অংশ নেয়।

প্রার্থী আবুল কাশেম রাজ বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁচ্ছে দিয়েছি। এলাকায় আমার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। আমার বিশ্বাস বিপুল ভোটে জয়লাভ করব।

Share