Current Date:May 13, 2025

মুকসুদপুরে জাতীয় ভিটামিন এ’ প্লাস‘ ক্যাম্পেইন ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত

মুকসুদপুর, গোপালগঞ্জ প্রতিনিধি:গোপালগঞ্জের মুকসুদপুরে জাতীয় ভিটামিন এ‘প্লাস’ ক্যাম্পেইন অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ জুন ) দুপুরে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। রবিবার সারা দেশে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে বলে এই অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।

এবার উপজেলার ২০৪টি কেন্দ্রে প্রায় পাঁচ হাজার শিশুকে ভিটামিন ”এ” ক্যাপসুল খাওয়ানো হবে। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএইচএফপিও ডা: রায়হান ইসলাম সোভন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুকসুদপুর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান তাপসি বিশ্বাস দুর্গা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা: জাহিদুর রহমান সাগর, সাংবাদিক সরদার মজিবুর রহমান প্রমুখ।

Share