Current Date:May 12, 2025

মুকসুদপুরে মৎস্য সপ্তাহে পুরস্কার বিতরণ

মুকসুদপুর, গোপালগঞ্জ,প্রতিনিধি : গোপালগঞ্জের মুকসুদপুরে জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনি অনুষ্ঠান এবং সেরা মৎস্য চাষীদেরকে পুরস্কার দেয়া হয়েছে। ২৫ জুলাই মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদের ফারুক খান মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠিত আলোচনা সভার প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কাবির মিয়া। উপজেলা নির্বাহী অফিসার এসএম ইমাম রাজী টুলু’র সভাপতিত্বে ওই সভায় বিশেষ অতিথি ছিলেন মুকসুদপুর পৌর মেয়র আশরাফুল আলম শিমুল, উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক হায়দার হোসেন, বাংলার নয়ন সম্পাদক শহীদুল ইসলাম বেলায়েত, মৎস্য চাষী বীর মুক্তিযোদ্ধা গোলজার হোসেন, মৎস্যজীবি অচিন্ত কুমার সরকার। অনুষ্ঠান সঞ্চলনা করেন উপজেলা যুব উন্নয়ন অফিসার সাইদুর রহমান । স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার খায়রুল ইসলাম পাভেল।

Share