Current Date:Apr 21, 2025

মুকসুদপুরে হিটস্ট্রোকে কৃষকের মৃত্যু

মেহের মামুন, নিজস্ব সংবাদদাতা, মুকসুদপুর,  গোপালগঞ্জ :গোপালগঞ্জের মুকসুদপুরে জমিতে কাজ করতে গিয়ে হিটস্ট্রোকে ইয়ার খান (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (১ মে) দুপুরে মুকসুদপুর উপজেলার পশারগাতী মধ্যেপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পশারগাতী ইউনিয়ন চেয়ারম্যান রহমান মীর বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানায়, প্রতিদিনের মতো সকালে নিজ জমিতে পাট নিড়ানির কাজ করছিলেন ইয়ারা খান। এ সময় তীব্র গরমে জমিতেই অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

পশারগাতী ইউনিয়ন চেয়ারম্যান জানান, তিনি তীব্র গরমে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে তিনি মারা যান।

Share