স্পোর্টস ডেস্ক: অঘটন যেমন ঘটছে ঠিত তেমনি অনেক বিতর্কিত বিষয়ও উঠে আসছে রাশিয়া বিশ্বকাপে। বুধবার পর্তুগাল-মরক্কো ম্যাচে অভিযোগ ওঠে প্রথমার্ধের খেলা শেষে ক্রিশ্চিয়ানো রোনালদোর কাছে জার্সি চান মার্কিন রেফারি মার্ক জিগার।
মরক্কোর ফুটবলার নরদিনের কানে বিষয়টি গেলে তিনি কঠোর ভাষায় রেফারিকে উদ্দেশ্য করে বলেন, এটা কোনও সার্কাস নয়, বিশ্বকাপ।
তবে বিশ্বকাপের আয়োজক সংস্থা ফিফা বলছে, রোনালদোর কাছে রেফারি জার্সি চাননি। বৃহস্পতিবার ফিফার পক্ষ থেকে জানানো হয় পর্তুগাল-মরক্কো ম্যাচে এমন কিছু ঘটেনি। ফিফা রেফারিদের আচরণের ব্যাপারে যথেষ্ট সচেতন।
মরক্কোর তারকা মিডফিল্ডার নরদিন আমরাবাত অভিযোগ করেন, ম্যাচের প্রথমার্ধের খেলা শেষে রোনালদোর কাছে জার্সি গিফট চান রেফারি। নরদিন বলেছেন তাকে রোনালদোর সতীর্থ পেপে এমনটি জানিয়েছে।
যে নরদিন রেফারির বিরুদ্ধে জার্সি চাওয়ার অভিযোগ এনেছেন সেই নরদিনের মন্তব্য নিয়ে আলোচনা-সমালোচনা হচ্ছে। পতুর্গালের বিপক্ষে মাঠে নামার আগের ম্যাচে মৃগী রোগে আক্রান্ত হয়েছিলেন তিনি।
যে কারণে বুধবারের ম্যাচে নরদিনকে খেলার অনুমতি দিতে চায়নি ফিফা। তবে মরক্কোর অনুরোধে শেষ পর্যন্ত নরদিনকে খেলার অনুমতি দেয় ফিফা।
জার্সি ইস্যু নিয়ে এই নরদিনকে উদ্দেশ্য করে পতুর্গিজ মিডিয়া বলছে, একজন অসুস্থ লোক কী বলল তাতে কী আসে যায়?