Current Date:Apr 22, 2025

রণবীরের সাথে একই সিনেমায় দেখা যাবে প্রিয়াকে!

বিনোদন ডেস্ক : একবার চোখ মেরেই কাবু করেছেন গোটা দেশকে। আর এবার সেই প্রিয়া প্রকাশ ওয়ারিয়েরকেই যদি সম্পূর্ণ একটি বলিউড সিনেমায় দেখা যায়! শুনতে অবাক লাগলেও অদূর ভবিষ্যতে এমনটাই হতে পারে।

শোনা যাচ্ছে, খুব শিগগিরই হিন্দি সিনেমায় দেখা যেতে পারে এই মালয়ালি অভিনেত্রীকে। তাও আবার কিনা রণবীর সিংয়ের বিপরীতে!‌ বি-টাউনে কান পাতলে শোনা যাচ্ছে সেই খবরই।

একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, রোহিত শেট্টি পরিচালিত ‘সিম্বা’য় দেখা যেতে পারে প্রিয়াকে। সিনেমায় মূল চরিত্রে একজন পুলিশের ভূমিকায় অভিনয় করছেন ‌রণবীর সিং। কিন্তু তার বিপরীতে কে থাকবেন?‌ এই নিয়ে রয়েছে জল্পনা। কখনও সারা আলি খান, কখনও জাহ্নবী কাপুরসহ অন্যান্য উঠতি অভিনেত্রীদের নাম উঠলেও প্রিয়ায় মুগ্ধ হয়েছেন করণ জোহর। আর তাই রোহিত পরিচালিত সিনেমায় প্রিয়াকে নেওয়ার ব্যাপারে নাকি ইচ্ছা প্রকাশ করেছেন তিনি।

এখানে বলে রাখা ভালো, বলিউড অভিনেতাদের মধ্যে প্রিয়ার পছন্দ রণবীর। আর সেক্ষেত্রে নিজের পছন্দের অভিনেতার সাথে কাজ করার সুযোগ এসে যেতে পারে এই মালয়ালি অভিনেত্রীর।

Share