Current Date:Apr 20, 2025

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১৪

নিজস্ব প্রতিবেদক

রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বুধবার (১৩ নভেম্বর) সকাল ৬টা থেকে বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালান হয়।

ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, এ সময় সময় তাদের কাছ থেকে ৪৪৫ ইয়াবা, ৭০০ গ্রাম গাঁজা ও ৩০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। তাদের নামে ১১টি মামলা দায়ের করা হয়েছে।

Share