Current Date:May 12, 2025

রূপালী ব্যাংকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:

রূপালী ব্যাংকে ২০২৩ এর লক্ষ্যমাত্রা অর্জনে অনুসরনীয় কর্মকৌশল সম্পর্কিত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৫ জুলাই ,বুধবার দিলকুশাস্থ ব্যাংকের প্রধান কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

মত বিনিময় সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রূপালী ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মোহাম্মদ জাহাঙ্গীর।
এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হাসান তানভীর। এছাড়াও ব্যাংকের প্রশাসন ও মানবসম্পদ বিভাগের মহাব্যবস্থাপক মো. হারুনুর রশীদ, মহাব্যবস্থাপক মো. ফয়েজ আলম, শিকদার ফারুক এ আজম ও এস.এম দিদারুল ইসলামসহ ব্যাংকের উর্ধতন কর্মকর্তারা এতে উপস্থিত ছিলেন।

Share