স্পোর্টস ডেস্ক: রোহিত শর্মার অপরাজিত সেঞ্চুরিতে ইংল্যান্ডকে সাত উইকেটে পরাজিত করে টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে নিয়েছে ভারত।
ব্রিস্টলে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত।
টস হেরে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে জেসন রয় ও জস বাটলার আট ওভারেই দলীয় স্কোরে ৯৪ রান যোগ করেন। এরপর বাটলার ৩৪ রান করে বিদায় নিলে দলীয় ১০৩ রানে আরেক ওপেনার রয়ও বিদায় নেন। বিদায়ের আগে ৩১ বলে ৪ চার ও ৭ ছয়ে ৬৭ রানের মূলবান ইনিংস উপহার দেন। এরপর অধিনায়ক মরগ্যান পান্ডিয়ার বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে বিদায় নেন। শেষ দিকে বেন স্টোকস ও বেয়ারেস্টোর ছোট ইনিংসে দলের স্কোর ১৯৮ এ গিয়ে নামে।
ভারতের পক্ষে হার্দিক পাণ্ডিয়া ৪টি, সিদ্ধার্থ কাউল ২টি, দীপক চাহার ও উমেশ যাদব একটি করে উইকেট নেন।
১৯৯ রানের লক্ষ্যে খেলতে নেমে উইলি বলে আউট হয়ে ফিরে যান শেখর ধাওয়ান। তবে অপরপ্রান্তে রোহিত শর্মা নিজের স্বভাব সুলভ খেলা চালিয়ে যান। দলীয় ৬২ রানে লোকেশ রাহুল ১৯ রান করে বিদায় নিলে শঙ্কায় পড়ে ভারতীয় শিবির। কিন্তু তৃতীয় উইকেট জুটিতে অধিনায়ক কোহলিকে নিয়ে ৮৯ রানের দুর্দান্ত জুটি গড়েন।
কোহলি জর্দানের বলে বিদায় নেয়ার আগে ২৯ বলে ২চার ও ২ চয়ে ৪৩ রান তুলে নেন। কিন্তু অপরপ্রান্তে রোহিত শর্মা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিজের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেন। ৫৬ বলে ১১ চার ও ৫ ছয়ে ১০০ রানে অপরাজিত থেকে দলকে জয় পাইয়ে মাঠ ছাড়েন।
ইংল্যান্ডের পক্ষে উইলি, বল ও ক্রিস জর্ডান একটি করে উইকেট লাভ করেন। পুরো সিরিজে অনবদ্য পারফর্ম করে প্লেয়ার অব দ্য ম্যাচ ও প্লেয়ার অব দ্য সিরিজের পুরস্কার নিজের ঝুলিতে ভরেন রোহিত শর্মা।