Current Date:Oct 5, 2024

লঞ্চের অগ্রিম টিকিট বিক্রি ৮ জুন শুরু

নিউজ ডেস্ক : ঢাকা থেকে দক্ষিণাঞ্চলগামী সকল নৌযানের অগ্রিম টিকিট (কেবিনসহ) বিক্রি শুরু হচ্ছে আগামী ৮ জুন (শুক্রবার)। ওইদিন থেকে টিকিট সংগ্রহ করতে পারবেন বরিশাল, পুটয়াখালী, ঝালকাঠি, ভোলাসহ দক্ষিণাঞ্চলের যাত্রীরা।

বুধবার (৬ জুন) বিকেলে ঢাকা নদী বন্দরের যুগ্ম-পরিচালক (ট্রাফিক) আলমগীর কবীর বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলানিউজকে তিনি বলেন, দুদিন আগে লঞ্চ মালিক সমিতির নেতাদের সঙ্গে বৈঠক হয়েছে। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৮ জুন থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু হওয়ার কথা।

কাউন্টারে কী পরিমাণ টিকিট বিক্রি করা হবে জানতে চাইলে আলমগীর কবীর বলেন, আমরা তাদের (লঞ্চ মালিক) অনুরোধ করেছি যেন সব টিকিট কাউন্টারে বিক্রি করা হয়। তবে এখন বেশির ভাগ টিকিট অনলাইন ও মোবাইল ফোনের মাধ্যমে বিক্রি হয়ে যায়। ফলে ঠিক কতটি টিকিট কাউন্টারে বিক্রি করা যাবে তা বলা যাচ্ছে না।

এ প্রসঙ্গে জানতে চাইলে সুন্দরবন নেভিগেশনের ম্যানেজার ঝন্টু বাংলানিউজকে বলেন, সুন্দরবনের প্রতিটি লঞ্চই খুব জনপ্রিয়, তাই খুব কম টিকিট কাউন্টারে বিক্রির সুযোগ পাওয়া যাবে। কারণ এখন অনলাইনের যুগ, আমাদের বেশ কয়েকটি অনলাইন টিকিট বিক্রি প্রতিষ্ঠানের মাধ্যমে টিকিট বিক্রি চলমান রয়েছে। এছাড়া যারা আমাদের নিয়মিত কাস্টমার তারা ফোনেই বুকিং দিয়ে দেন।

 

Share