Current Date:Apr 29, 2025

শেরপুরে রূপালী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক

রূপালী ব্যাংক লিমিটেড শেরপুর টাউন কর্পোরেট শাখা, শেরপুরে ব্যাংকের নিজস্ব ব্র্যান্ডের এটিএম বুথ উদ্বোধন করা হয়েছে। এটিএম বুথ উদ্বোধন করেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মোহাম্মদ জাহাঙ্গীর।

এ সময় ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিইও বলেন, আমরা গ্রাহকদের আরো উন্নত সেবা দেওয়ার জন্য এই এটিএম বুথ চালু করেছি। তিনি ব্যাংকের অটোমেশনকে আরও এগিয়ে নিতে সংশ্লিস্ট সকলের প্রতি আহবান জানান।

এ সময় ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের জিএম ইকবাল হোসেন খাঁ এবং জামালপুর জোনের ডিজিএম মোহাম্মদ মনোয়ার হোসেনসহ ব্যাংকের উর্ধতন কর্মকর্তা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন । বুথের কার্যক্রম চালুর পর গ্রাহকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

Share