বিনোদন ডেস্ক : হঠাৎ করেই না ফেরার দেশে চলে যান বলিউড অভিনেত্রী শ্রীদেবী। তার মৃত্যুতে ওই সময় ভেঙে পড়েন তার কন্যা জানভি কাপুর। মায়ের প্রতি রয়েছে তার ভিষণ মমতা।
তাইতো ভারতের ৬৫তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চে মায়ের শাড়ি পরেই মায়ের পুরস্কার নিলেন তিনি।
বৃহস্পতিবার (৩ মে) সন্ধ্যায় দিল্লির বিজ্ঞান ভবনে শ্রীদেবীর হয়ে সেরা অভিনেত্রীর পুরস্কার নিতে হাজির ছিলেন প্রয়াত নায়িকার স্বামী বনি কাপুর ও দুই মেয়ে জানভি এবং খুশি কাপুর।
প্রয়াত শ্রীদেবীকে ২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘মম’ ছবিতে দারুণ অভিনয়ের জন্য এই জাতীয় চলচ্চিত্র পুরস্কার দেওয়া হয়েছে। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের হাত থেকে মায়ের হয়ে পুরস্কার গ্রহণ করেছেন জানভি ও খুশি। এ সময় তাদের সঙ্গে বাবা বনি কাপুরও উপস্থিত ছিলেন।