Current Date:Apr 25, 2025

সন্ত্রাসীর গুলিতে আহত পুলিশ কর্মকর্তা মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মিরপুরে সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলিতে আহত গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর মো. জালাল উদ্দিন নিহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় স্কয়ার হাসপাতালে নেয়া হলে সেখানে রাত দুইটার দিকে তাকে মৃত বলে জানান চিকিত্সকরা।

গোয়েন্দা পুলিশ (ডিবি) সূত্রে জানা গেছে, সোমবার গভীর রাতে ডিবির পল্লবী জোনাল টিমের একটি দল অবৈধ অস্ত্র উদ্ধারে যায়। সেখানে সন্ত্রাসীরা গুলি চালালে জালালউদ্দিন মাথায় গুলিবিদ্ধ হোন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া ঘটনাস্থল পরিদর্শন করে সাংবাদিকদের জানান, তিনতলা একটি বাড়িতে রাত সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে অভিযান চালানো হয়। কয়েকজন সন্ত্রাসী সেখানে অবৈধ অস্ত্র জড়ো করেছে; এই খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। অভিযান শুরুর পর সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি চালায়। এ সময় আহত হোন পরিদর্শক মো. জালালউদ্দিন। গুলিবিনিময়ের এক পর্যায়ে সন্ত্রাসীরা বাড়ির পেছন দিক দিয়ে পালিয়ে গেছে।

Share