Current Date:Apr 20, 2025

সন্দেহ হলে এসে দেখে যান : সাকিব

স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কার নিদাহাস ট্রফিতে সাকিব আল হাসানের বদলে নেয়া হয়েছে লিটন দাসকে। আঙুলের চোটের কারণে এর আগে দেশে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারেননি সাকিব। এতে হতাশ ক্রিকেটপ্রেমীরা। এ নিয়ে সাকিব বলেছেন, আমিও চাইছি তাড়াতাড়ি ফিরতে। সবকিছু সময়ের ব্যাপার। চিকিৎসকরাও সাধ্যমতো চেষ্টা করছেন। এটার ওপর কারও হাত নেই।

শনিবার বিকেলে এক ফেসবুক লাইভে সাকিব আরও বলেন, আমরা অনেক দিন ধরে ভালো খেলছি। সামনেও ভালো খেলবে। দু’তিনটা সিরিজ হয়তো খারাপ গেছে। অধৈর্য হয়ে যাবে না। আপনারা নিজেদের জীবন থেকে দেখেন। অধৈর্য হলে সফল হওয়ার সুযোগ নেই। জীবন থেকে দেখেন উত্তরটা পেয়ে যাবেন।

সব কাজ করেন কিন্তু ক্রিকেট খেলতে আসলেই যত সমস্যা- একজনের এমন মন্তব্যে সাকিব হেসে বলেন, সন্দেহ হলে এসে দেখে যান। তাহলেও আপনিও বিষয়টি বুঝতে পারবেন।

Share