Current Date:Apr 22, 2025

সন্ধ্যায় দেশে ফিরছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাঠমান্ডুতে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় হতাহতদের পরিবারের পাশে দাঁড়াতে সিঙ্গাপুরে তাঁর সরকারি সফর সংক্ষিপ্ত করে আজ সন্ধ্যায় দেশে ফিরছেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের জানান, বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে স্থানীয় সময় আজ বিকেলে শেখ হাসিনা ঢাকা ফিরবেন।

স্থানীয় সময় বিকাল ৩টা ৫০ মিনিটে (বাংলাদেশ সময় দুপুর ১টা ৫০ মিনিট) প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের বহনকারী ফ্লাইটটি সিঙ্গাপুর থেকে বাংলাদেশের উদ্দেশে যাত্রা শুরু করবে। সন্ধ্যা ৬টা নাগাদ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইটটি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৪দিনের সরকারি সফরে গত রবিবার সিঙ্গাপুর পৌঁছেন। আগামীকাল বুধবার তাঁর দেশে ফেরার কথা ছিল।

Share