Current Date:May 10, 2025

সাকিবপত্নী শিশিরের জিম পার্টনার কে?

সাকিব আল হাসান। বাংলাদেশ তো বটে বিশ্বের কোটি কোটি মানুষের মধ্যে স্থান করে নিয়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। তবে তার স্ত্রী উম্মে আহমেদ শিশিরও কম যান। সাকিবের মতো অতটা না হলেও বাংলাদেশিদের কাছে বেশ জনপ্রিয় একটি নাম শিশির।

ফেসবুকে সরব উপস্থিতি সাকিবপত্নীর। স্বামীর পক্ষ নিয়ে কোনো কোনো সময় সমালোচনার জবাব দিতে দেখা যায় তাকে। সাকিব ভালো পারফর্ম করলে সেটাও ফেসবুকে জানিয়ে দিতে ভুলে যান না তিনি। তবে এবার একটু ভিন্নভাবে আলোচনায় এলেন শিশির। বুধবার ফেসবুকে একটি ছবি পোস্ট করেছেন তিনি। ক্যাপশনে লিখেছেন, মাই জিম পার্টনার। এরপর গত ১৭ ঘণ্টায় সেখানে পড়েছে কয়েক হাজার লাইক-কমেন্ট।

তবে ছবিটি যে সাকিব-শিশিরের মেয়ে আলাইনা হাসান অব্রি তা বুঝতে অসুবিধা হয়নি নেটিজেনদের। একজন তো লিখেছেন, প্রিন্সেস সাকিব উম্মে আল হাসান ডটার…

 

Share