Current Date:Sep 28, 2024

সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ: পাকিস্তান-নেপাল-ভুটানকে পেলো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : আগেই চূড়ান্ত ছিল ‘দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ’ হিসেবে পরিচিত সাফ চ্যাম্পিয়নশিপের দশম আসর ঢাকায় অনুষ্ঠিত হবে ৪ থেকে ১৫ সেপ্টেম্বর।

বুধবার ঢাকার এক অভিজাত হোটেলে টুর্নামেন্টের ড্র অনুষ্ঠিত হয়েছে। আর এতে বাংলাদেশের গ্রুপে পড়েছে সেই ভুটান।

সাফের বর্তমান সভাপতি কাজী মোহাম্মদ সালাউদ্দিন, সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল, সাফ ও বাফুফের প্রতিনিধিবৃন্দ ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

দুই বছর আগে এশিয়ান কাপ বাছাইয়ের প্লে-অফের ফিরতি ম্যাচে এই ভুটানের কাছে হেরেই চূড়ান্ত পর্বে খেলার স্বপ্ন চূর্ণ হয় বাংলাদেশের। শুধু তাই নয় এ হারে তিন বছর এএফসি ও ফিফার আন্তর্জাতিক ম্যাচ থেকেও নিষিদ্ধ হয় বাংলাদেশ জাতীয় ফুটবল দল।

প্রায় ১৭ মাস পর গেল মার্চের শেষ দিকে লাওসের বিপক্ষে ম্যাচ দিয়ে আবারো মাঠে ফিরে জাতীয় দল। সাফের গ্রুপ পর্বেই সেই ভুটানের বিপক্ষে ম্যাচ বলে বাড়তি একটা আগ্রহ তৈরি হচ্ছে বাংলাদেশের দর্শকদের মনে।
র‌্যাংকিংয়ে বাংলাদেশের বর্তমান অবস্থা অনুযায়ী যে কেউই হুমকি হয়ে দাঁড়াতে পারে! উদ্বোধনী দিনে ভুটানের মুখোমুখি হবে বাংলাদেশ।

এদিকে ড্রতে বাংলাদেশের গ্রুপে ভুটান ছাড়াও আরও বাকি দুই দল হল পাকিস্তান ও নেপাল। আর গ্রুপ বি তে পড়েছে ভারত, শ্রীলঙ্কা ও মালদ্বীপ।

এদিকে সর্বশেষ তিন আসরের ফাইনালিস্ট আফগানিস্তান এবার নেই দক্ষিণ এশিয়ার এ ফুটবল টুর্নামেন্টে। ২০০৩ সালে ঢাকায় অনুষ্ঠিত টুর্নামেন্টের তৃতীয় আসর থেকে নিয়মিত খেলা যুদ্ধবিধ্বস্ত দেশটি বেরিয়ে গেছে দক্ষিণ এশিয়ার এ সংগঠন থেকে।

Share