নিজস্ব প্রতিবেদক : ঐতিহাসিক ৭ মার্চ উদযাপনে সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের জনসভার দিন জনসভা অভিমুখে মিছিলের মধ্যে এক কলেজছাত্রীকে যৌন হয়রানির সত্যতা পাওয়া গেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
তিনি বলেছেন, অভিযোগের সত্যতা মিলেছে। ছাত্রীকে হয়রানির প্রমাণ ভিডিও ফুটেজে রয়েছে।
রবিবার দুপুরে রাজধানীর তেজগাঁও আদর্শ স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মন্ত্রী এ কথা বলেন।
৭ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানমুখি একটি মিছিল থেকে বাংলামোটরের অদূরে নিউ ইস্কাটন রোডে যৌন নিপীড়নের শিকার হন বলে ফেসবুক পোস্টে জানান ওই কলেজছাত্রী। একই দিন জনসভাগামী মিছিল থেকে যৌন হয়রানির শিকার হওয়ার অভিযোগ ফেসবুকের মাধ্যমে জানান আরও কয়েকজন কিশোরী-তরুণী। পরদিন ওই কলেজছাত্রীর বাবা রমনা থানায় একটি মামলা করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ঘটনার দিন ওই মেয়েটিকে হয়রানির ঘটনা সত্য। ভিডিও ফুটেজে প্রমাণ রয়েছে। পুলিশ ওই মেয়ের পরিবারের সঙ্গে কথা বলেছে।’
তিনি আরও বলেন, ‘সেদিন সমাবেশে নারী-পুরুষের ঢল নেমেছিল। কারা, কোন উদ্দেশ্যে এ কাজ করল-সেটি এখন বের করার চেষ্টা চলছে।’
এদিকে, নিউ ইস্কাটন রোডে মিছিলের মধ্যে এক কলেজছাত্রীকে যৌন হয়রানির ঘটনায় দায়ের মামলাটি তদন্তের দায়িত্ব পেয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার আনুষ্ঠানিকভাবে ডিবি পুলিশ মামলাটির তদন্তের দায়িত্ব পায়। তবে ওই ঘটনায় জড়িত কেউ এখনও পর্যন্ত গ্রেফতার হননি।
পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মারুফ হোসেন সরদার গণমাধ্যমকে বলেন, ‘ঘটনার পর থেকেই ডিবি পুলিশ ছায়াতদন্ত করছিল। তবে রবিবার রমনা থানায় দায়ের মামলাটির আনুষ্ঠানিক দায়িত্ব পেয়েছে ডিবি। এখন থেকে ওই সংস্থাই এ ঘটনাটি তদন্ত করবে।’
এদিকে, মামলার বাদী ওই ছাত্রীর বাবা রবিবার সন্ধ্যায় গণমাধ্যমকে বলেন, ’ডিবি পুলিশ তাকে ডেকেছিল। কিন্তু সময় না পাওয়ায় এখনও তিনি মামলার তদন্ত সংস্থার সঙ্গে দেখা করার সুযোগ পাননি।’