Current Date:Oct 15, 2024

সোনালী ব্যাংকের সঙ্গে জেনেক্স ইনফোসিসের চুক্তি

নিজস্ব প্রতিবেদক

দেশের বৃহৎ সরকারি ব্যাংক সোনালী ব্যাংকের সঙ্গে একটি চুক্তি অনুমোদন করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত জেনেক্স ইনফোসিসের পরিচালনা পর্ষদ।

সারা দেশে অনলাইন টিউশন ফি প্রদান পদ্ধতি বাস্তবায়নের জন্য করা চুক্তির ফলে জেনেক্স ইনফোসিসের প্রতি বছর ৩ থেকে ৫ কোটি টাকা মুনাফা হবে।

জেনেক্স ইনফোসিস কোম্পানির কর্তৃপক্ষের দেয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে বিনিয়োগকারীদের এ তথ্য জানানো হয়েছে।

কোম্পানিটির কর্তৃপক্ষ জানিয়েছে, সোনালী ব্যাংকের মাধ্যমে পরিচালিত বিদ্যালয়ের টিউশন ফি পরিষেবা পরিচালনার জন্য অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্ম চালু করার জন্য এটি একটি “কৌশলগত ব্যবসায় চুক্তি”।

এটি বাস্তবায়নের ফলে অভিভাবক ও শিক্ষার্থীদের জন্য একটি সুবিধা তৈরি করবে এবং তাদের দেশব্যাপী ডিজিটাল অন্তর্ভুক্তির আওতায় আনবে।

Share