Current Date:May 13, 2025

সোনালী ব্যাংকে অভিযোগ প্রতিকার ও জিআরএস সফটওয়্যার বিষয়ক কর্মশালা

নিজস্ব প্রতিবেদক

সোনালী ব্যাংক পিএলসির উদ্যোগে অভিযোগ প্রতিকার ব্যবস্থা ও জিআরএস সফটওয়্যার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ০৬ জুন, মঙ্গলবার ব্যাংকের প্রধান কার্যালয়ের কনফারেন্স কক্ষে প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন সিইও এন্ড ম্যানেজিং ডিরেক্টর মো. আফজাল করিম। ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সঞ্চিয়া বিনতে আলীর সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব মো.জাহিদ হোসেন।

কর্মশালায় প্রধান কার্যালয়ের জেনারেল ম্যানেজার আশরাফুল হায়দার চৌধুরী, ভিজিল্যান্স এন্ড কমপ্লেইন্ট ম্যানেজমেন্ট ডিভিশনের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. খায়রুল আলমসহ ডিভিশনের অন্যান্য কর্মকর্তারা সরাসরি এবং জেনারেল ম্যানেজার’স অফিস ময়মনসিংহ, রংপুর ও দিনাজপুরের জেনারেল ম্যানেজারবৃন্দ এবং এসব জিএম অফিসের আওতাধীন প্রিন্সিপাল অফিস ও কর্পোরেট শাখার প্রধানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা ভাচুয়ালি অংশগ্রহণ করেন।

Share