Current Date:Oct 1, 2024

স্বরাষ্ট্র, অর্থ ও প্রতিরক্ষা মন্ত্রীর নাম ঘোষণা মাহাথিরের

আন্তর্জাতিক ডেস্ক : মালয়েশিয়ার নবনির্বাচিত প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ দেশটির স্বরাষ্ট্র, অর্থ ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রীদের নাম ঘোষণা করেছেন। শনিবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে ৩ মন্ত্রীর নাম ঘোষণা দেন তিনি।

মুহাইদিন ইয়াসিনকে স্বরাষ্ট্র, লিম গুয়ান ইংকে ফাইন্যান্স এবং মোহাম্মদ সাবুকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

শনিবার মাহাথির বলেন, ১০ মন্ত্রণালয়ের মধ্যে ৩টির মন্ত্রীর নাম ঘোষণা দেওয়া হয়েছে। যোগ্যতা ও অভিজ্ঞতাসহ আরো অনেক কারণ বিবেচনা করে যত দ্রুত সম্ভব পূর্ণ মন্ত্রিসভা গঠন করা হবে।

উল্লেখ্য, মালয়েশিয়ার সপ্তম প্রধানমন্ত্রী হিসেবে বৃহস্পতিবার শপথ নিয়েছেন মাহাথির মোহাম্মদ (৯২। দেশটিতে বুধবার অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে মাহাথিরের নেতৃত্বে রাজনৈতিক জোট পাকাতান হারাপান ১১৩ আসনে জয়ী হয়। অন্যদিকে ৬০ বছরের বেশি সময় ধরে মালয়েশিয়া শাসন করা বারিসান ন্যাশনাল পেয়েছে ৭৯টি আসন।

Share