Current Date:Apr 24, 2025

হতভাগ্য এই দুই যাত্রীকে চেনেন?

নিউজ ডেস্ক : নেপালের কাঠমাণ্ডুতে ইউএস–বাংলার বিধ্বস্ত বিমান থেকে মৃত অবস্থায় উদ্ধার হওয়া দুই যাত্রীর কোনো স্বজন এখন পর্যন্ত যোগাযোগ করেননি।

হতভাগ্য এই দুই যাত্রীর নাম ও পাসপোর্ট নম্বর সংগ্রহ করা হয়েছে। তারা হলেন পিয়াস রায় ও বিলকিস আরা। এ ছাড়া হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করার সময় এই দুই যাত্রীর ছবি সংগ্রহ করেছে দূতাবাস।

গত সোমবার দুর্ঘটনার পর এখন পর্যন্ত এই দুই যাত্রীর কোনো স্বজন তাঁদের খোঁজে আসেননি। বাংলাদেশি এই দুই যাত্রীর নাম, পাসপোর্ট নম্বর ও ছবি প্রকাশ করে তাঁদের স্বজনদের যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন নেপালে বাংলাদেশ দূতাবাসের হেড অব চ্যান্সেরি আল আলিমুল ইমাম।

Share